ঢাকাবৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আজগার আলীর মৃত্যু

Tito
জুলাই ২১, ২০১৬ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন সমাধানের নির্বাহী কমিটির সভাপতি কমরেড শেখ আজগার আলী বুধবার বেলা সাড়ে ১১ টায় মুজগুন্নী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজগার আলী ওয়ার্কাস পার্টির সমর্থন নিয়ে ১৯৯২ সালে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মণিরামপুর-কেশবপুর এলাকার মানুষের আর্ত সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯১ সালে সমাধান নামে একটি বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠিত করেন। যা আজ দক্ষিণাঞ্চলের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি নির্বাহী কমিটির সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহন এবং তার মৃত্যুতে গভীর শোক ও শোকসংতপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীগ সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কমরেড আব্দুল হামিদ, সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম, সম্বনয়কারী মুনছুর আলী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।