ঢাকাশুক্রবার , ২২ জুলাই ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতেই‌ জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে-মণিরামপুর কেন্দ্রিয় মসজিদে জেলা প্রশাসক

Tito
জুলাই ২২, ২০১৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান টিটো :
বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। যখনই দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, তখনই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধ্বংস করতে, উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। মানুষ খুন করে ইসলাম কায়েম কখনই কোরআন সুন্নাহ সমর্থন করেনা। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের যুব সমাজকে বিপথগামী করা হচ্ছে। শুক্রবার জুম্মার নামাজের পূর্ব মূহুর্তে মণিরামপুর কেন্দ্রিয় জামে মসজিদে জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্যে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর একথা বলেন। তিনি আরো বলেন, ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে ইসলামকে খাটো করা হচ্ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও দেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। সরকারের উন্নয়নে দেশী বিদেশী চক্র আমাদের সন্তানদের ব্যবহার করছে। সত্যিকারে ইসলামের বানী আমাদের ছেলেদের কাছে পৌঁছে দিতে হবে। আসুন সবাই সজাগ থাকি, আমাদের সন্তানদের সুপথে চলার পথ দেখায়। ধর্মের নামে ইসলামের অপব্যাখা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টিকারীদের প্রতিরোধ করি। সন্ত্রাসের বিররুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, থানার ইন্সেপেক্টর (তদন্ত) লূৎফুল কবীর প্রমূখসহ কয়েক’শ ধর্মপ্রাণ মুসল্লি এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।