ঢাকাসোমবার , ১ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদকসহ ১২ সি‌নিয়র সদস্যের পদত্যাগ

Tito
আগস্ট ১, ২০১৬ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বি‌শেষ প্র‌তি‌নি‌ধি ঃ
মণিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রোববার প্রেসক্লাব সভাপতি-সম্পাদক বরাবর ৯ সদস্য উক্ত লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগকারী সদস্যরা হচ্ছেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান টিটো, সাবেক সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আলীম, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, সাবেক সহসভাপতি অধ্যাপক সাজেদুর রহমান লিটু, অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, অধ্যাপক এম. আলাউদ্দিন, এ্যাড. আনোয়ার হোসেন ও প্রধান শিক্ষক দিলিপ কুমার পাল। লিখিত পদত্যাগপত্রে জানানো হয় প্রেসক্লাবের কতিপয় শীর্ষ নেতৃবৃন্দ মণিরামপুরে কর্মরত সিনিয়র সাংবাদিকদের সাথে একাধিকবার অসৌজন্যমূলক আচারন, প্রেসক্লাবের সদস্যদের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সরকারী অফিস হতে উৎকোচ আদায় করায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানহানী হয়েছে। এমনকি তাদের এ জাতীয় কর্মকান্ডে অন্যান্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এমতবস্থায় প্রেসক্লাবের সদস্য হিসেবে কতিপয় ব্যক্তি কর্মকান্ডের দায়ভার এড়াতে উক্ত পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এর আগে আ‌নোয়ার পারভেজ অনুজসহ প্রেসক্লা‌বের প্রচার সম্পাদক আব্দুল্লা সোহান ও উত্তম কুমার পদত্যাগ ক‌রেন। যদিও পদত্যাগপত্র পাওয়ার পরও তা গোপন রে‌খে নির্বাহী কমিটির সভায় তা‌দের‌কে ব‌হিস্কার দেখা‌নো হয়। সকল পদত্যাগকারীরা প্রেসক্লা‌বের দপ্তর সম্পাদক বিএম আব্দুল হা‌লি‌মের নিকট তা‌দের পদত্যাগপত্র দা‌খিল ক‌রে‌ন। এই নি‌য়ে সর্ব‌মোট ১২ সদস্য পদত্যাগ কর‌লেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।