ঢাকাশুক্রবার , ৫ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সরকারী ভাবে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান প্রচারনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Tito
আগস্ট ৫, ২০১৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে আইনগত সহায়তা প্রদান প্রচারনামূলক সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইসরাইল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, অতিরিক্ত জেলা জজ মাঞ্জুরুল ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড.আব্দুল গফুর, জিপি শামীম সোহেল প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা দীলিপ কুমার রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও নবাগত চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইউপি সদস্যবৃন্দ ও প্রেসক্লাব মণিরামপুরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে প্রাতিষ্ঠানিক গণশুনানী ও সচেতনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।