ঢাকাবুধবার , ১০ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রবল বর্ষণে ৪০ গ্রাম প্লাবিত : ২০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

Tito
আগস্ট ১০, ২০১৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
প্রবল ও টানা বর্ষণে যশোরের মণিরামপুরে পানিতে প্লাবিত হয়ে ঘর-বাবাড়ি, গাছপালা, মাছের ঘের ও ফসলি ক্ষেতের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে প্রায় ২০কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, গত দুইদিনের প্রবল ও টানা বর্ষণে উপজেলার ১৭টি ইউনিয়নে কমবেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি, মৎস্য ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, শীতকালীন সবজি, রোপা আমন, আউশ ধান, বীজতলা, কয়েকহাজার ছোট-বড় মৎস্য ঘের পানিতে প্লাবিত হয়েছে। কপোতাক্ষ ও ভবদহ এলাকার প্রায় ৪০টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে এবং কয়েক‘শ কাচা আধাপাকা ঘরবাড়ি ধসে পড়েছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।