ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দি : হুমকির মূখে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা

Tito
আগস্ট ১১, ২০১৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
‌বিগত ক‌য়েক‌দি‌নের প্রবল ও টানা বর্ষ‌নে ম‌ণিরামপু‌রের ক‌পোতাক্ষ ও ভবদহ তীরবর্তী অঞ্চ‌লে ব্যপক ক্ষয়ক্ষ‌তি সা‌ধিত হ‌য়ে‌ছে। নদীর পা‌নি বৃ‌দ্ধি ও অ‌তিবর্ষ‌নে ফস‌লি জ‌মি ও মা‌ছের ঘের ভে‌সে একাকার হ‌য়ে গে‌ছে। সরকারীভা‌বে এখনও ক্ষয়ক্ষ‌তির পরিমাণ স‌ঠিক ভা‌বে নিরুপন না হ‌লেও এর প‌রিমাণ পঞ্চাশ কো‌টি ছা‌ড়ি‌য়ে যা‌বে ব‌লে ধারনা কর‌ছেন এলাকার স‌চেতন মহল।
‌খোঁজখবর নি‌য়ে জানা যায়, উপ‌জেলা‌ে ক‌পোতাক্ষ সংলগ্ন ম‌শ্বিমনগর, হ‌রিহরনগর, খেদাপাড়া, রো‌হিতা, চালুয়াহাটী, শ্যামকুড় ও ঝাঁপা এবং ভবদ‌হের ম‌নোহরপুর, নেহালপুর, দূর্বাডাঙ্গা, কুল‌টিয়া, খানপুর ও হ‌রিদাসকা‌টি ইউ‌নিয়‌নের প্রায় শতা‌ধিক গ্রাম পা‌নির নি‌চে ত‌লি‌য়ে গে‌ছে। এসব গ্রামগু‌লোর মা‌ছের ঘে‌রের ভেড়ী উপ‌চে পা‌নি‌তে একাকার হ‌য়ে গে‌ছে। ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লি জ‌মির ফসল। রাস্তার উপর ক‌য়েক ফুট প‌রিমান পা‌নি উ‌ঠে যোগা‌যোগ ব্যবস্থা বি‌চ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে‌ছে। কৃ‌ষি অ‌ধিদপ্ত‌রের হিসাব ম‌তে ওই সব এলাকার সকল ফসল পা‌নি‌তে বিনষ্ট হ‌য়ে গে‌ছে। ত‌বে মোবাইল ফো‌নে খোঁজ নি‌য়ে পাওয়া যায়‌নি মৎস্য কর্মকর্তার। উপ‌জেলার বন্যাকব‌লিত এলাকায় র‌য়ে‌ছে ক‌য়েক হাজার মা‌ছের ঘের। এসব ঘের থে‌কে বছ‌রে ক‌য়েক’শ কো‌টি টাকার মাছ উৎপা‌দিত হয়। চল‌তি টানা বষ‌র্নে সেসব ঘে‌রের সকল মাছ বে‌রি‌য়ে গে‌ছে। এসব এলাকার লোকাল‌য়ে থাকা সকল টিউবও‌য়েল পা‌নির নি‌চে ত‌লি‌য়ে গে‌ছে। ফ‌লে দেখা দি‌য়ে‌ছে বিশুদ্ধ পা‌নির সংকট। স্কুল, কলেজ, মাদরাসায় পানি ঢুকে পড়ায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্থানীয় উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হো‌সেন লাভলু ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান বি‌ভিন্ন এলাকা প‌রিদর্শণ ক‌রে‌ছেন। সরকা‌রের পক্ষ থে‌কে বন্যার্ত‌দের য‌থেষ্ট সহ‌যোগীতা করা হ‌বে ব‌লে তারা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।