ঢাকাসোমবার , ১৫ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Tito
আগস্ট ১৫, ২০১৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
বর্ণাঢ্য আয়োজনে মণিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় পৌর শহরে বিশাল শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এ শোক র‌্যালিতে স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান,থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম,ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রকিৃতিতে পুষ্প স্তবক ও শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন বিভিন্ন সংগঠন। এসময় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিকে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা ও দোয়া মাহফিল। কলেজ অধ্যক্ষ মোঃ নুরুজ্জমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য অরুন কুমার নন্দন, মাহাবুবুর রহমান, উপাধ্যক্ষ আফরোজা মাহমুদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, অধ্যাপক বিদ্যুৎ রায়, অধ্যাপক মঞ্জু বিশ্বাস, অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, অধ্যাপক নিহার রঞ্জন হালদার, অধ্যাপক আবুল হাসান, অধ্যাপক বাবুল আকতার, অধ্যাপক আল মাহমুদ, শিক্ষার্থী ফারিয়া প্রমুখ

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।