ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

দেশের সার্বিক প্রবৃদ্ধিতে পল্লী বিদ্যুৎ অন্যতম ভূমিকা রেখে চলেছে : মণিরামপুরে জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর

Tito
আগস্ট ১৭, ২০১৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
বঙ্গবন্ধু সবসময়ই দেশে ও দেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করতেন। দেশের জনগণের স্বার্থে প্রতিবাদি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশের উন্নয়নে শুধু বাঁধাগ্রস্থ করা হয়নি, ধ্বংস করা হয়েছিলো দেশের সার্বিক উন্নয়ন। আজ যখন দেশে উন্নয়ন ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে তখনই একটি চক্র হলি আর্টিসান ট্রাজেডির মতো ঘটনা ঘটিয়ে চলেছে। উন্নয়নের একটি বড় অন্তরায় হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়নে সবাইকে সজাগ থাকতে হবে। একটি দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ বিভাগের একটি বড় ভূমিকা রয়েছে। বুধবার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আয়োজিত মতবিনিময় সভা ও দেশের শ্রেষ্ট জেলা প্রশাসক হিসেবে যশোরের জেলা প্রশাসককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর একথা বলেন। সমিতি বোর্ডে সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের একটি রোল মডেল। এ উন্নয়নে বিদ্যুৎ অন্যতম একটি অপরিহায্য বিষয়। সকল স্থানীয় ও রপ্তানী মূখী শিল্পে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। আজ আমরা বিশ্বের বুকে চাল, মাছ, পোশাক, মাংস, আম প্রভৃতি রপ্তানি করে প্রচুর বৈদেশীক মূদ্রা অর্জন করে চলেছি। দেশের সার্বিক প্রবৃদ্ধিতে বিদ্যুৎ সর্বাধিক ভূমিকা রাখছে। সমিতি বোর্ডের সদস্য সচিব ও এলাকা পরিচালক মোতাহার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়ার জেনারেল ম্যানেজার সালাউদ্দিন আল বিতার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান প্রমূখ। এসময় সমিতির বিভিন্ন এলাকা পরিচালকগণ ও অন্যান্য কর্তকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।