ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়েছে

admin
অক্টোবর ১৬, ২০১৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ebola
প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব এখন আফ্রিকার সীমান্ত পেরিয়ে পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে ইবোলা ভাইরাসের আক্রান্ত দ্বিতীয় রোগীর সন্ধান পাওয়ার পর সেখানে তোলপাড় শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা এখন এ নিয়েই বেশি মাথা ঘামাচ্ছেন।বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক জরুরি বৈঠকে ওবামা জানান, যুক্তরাষ্ট্রে ইবোলা ভাইরাসের প্রকোপ এখনও নিম্নমাত্রায় রয়েছে। তবে এটি মোকাবিলায় আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সেটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি দিয়েছে, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কার্যকরী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে না পারলে বিশ্বে বিপর্যয় সৃষ্টি হবে। আফ্রিকার লাইবেরিয়ান নাগরিক ও ইবোলা রোগী থমাস এরিক ডানকানকে যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি হাসপাতালে চিকিংসা দেন মার্কিন এক নার্স। কিন্তু এরপরও গত সপ্তাহে মারা যান ডানকান। এরপর ওই নার্স এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বুধবার প্রকাশিত হয়। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৫ হাজার লোক মারা গেছেন। এ ভাইরাসে আক্রান্তদের ৭০ শতাংশই মারা যান। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে থেকে বিমানযোগে এ ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তথ্যসূত্র : বিবিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।