ঢাকাবৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ছিনতাইকালে দুই সহোদরসহ চার জনকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা

Tito
আগস্ট ১৮, ২০১৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরে পৃথক দু’টি ছিনতাইয়ের ঘটনায় দুই সহোদরসহ ৪ জনকে আটক করে গণধোলাই শেষে দুই জনকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার অন্যতম ক্রাইম পয়েন্ট বাকোশপোল ব্রীজ ও পৌরশহরে এ ঘটনা দু’টি ঘটে।
পুলিশ ও স্থনাীয়রা জানান, বুধবার রাতে বাকোশপোল ব্রীজ সংলগ্ন ভাটার মোড়ে একদল ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে উৎপেতে থাকে। এসময় পথচারী পার্শ্ববর্তী দেবীদাসপুর গ্রামের আয়ুব আলী টর্চ লাইটে দুর থেকে ধারালো অস্ত্র হাতে মুখোশ পরা অবস্থায় তাদেরকে দেখে দৌড়ে বাকোশপোল বাজারে পৌঁছে জনতাকে ঘটনাটি বললে তারা তাৎক্ষনিক ওই স্থানে ঘেরাও করে। এসময় কয়েকজন ছিনতাইকারী পালিয়ে গেলেও দু’ই সহোদরকে তাড়িয়ে আটক করে জনতা। আটককৃতরা হলো পৌর শহরের মোহনপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আশিকুর রহমান (২১) ও কৌসিকুর রহমান (১৮)। উত্তেজিত জনতা তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করে। এসময় ওই দুই ভায়ের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন উদ্ধরা করা হয়। অপরদিকে বৃহস্পতিবার সকালে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকা থেকে চার্জার ভ্যান ছিনতাই করে পালানোর সময় ভ্যান মালিকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারী আটক করেছে। আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলা পান্থাপাড়া গ্রামের মুংলা সরদারের ছেলে সিটি কলেজ পাড়ায় বসবাসরত বিপ্লব সরদার (২৭) ও ঝুমঝুমপুর এলাকার খালেক সরদারের ছেলে শুকুর সরদার (৪৮)। তবে তাদের সহযোগী অপর এক ছিনতাইকারী ভ্যানটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ভ্যান মালিক জানান। পরে আটককৃতদের গণধোলাই দিয়ে ছেড়ে দেয় জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।