ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বোমা তৈরীকালে বিষ্ফোরনে বোমা কারিগর মারাত্মক জখম

Tito
আগস্ট ১৯, ২০১৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরে বোমা তৈরীর সময় বিষ্ফোরণে রাসেল বিশ্বাস (২১) নামের এক বোমা তৈরীর কারিগর মারাত্মক জখম হয়েছে। মূমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুর কাঁঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর দেড় টার দিকে জুম্মার নামাজের সময়ে উপজেলার কাশিপুর কাঁঠালতলা বাজারের নিকটে এলাকার চিহ্নিত মাদক কারবারি ইয়াবা সম্রাট মজিদ বিশ্বাসের বাড়িতে বিকট শব্দে বোমার বিষ্ফোরণ ঘটে। শব্দ শুনে আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে আসে। এসময় ইয়াবা মজিদের ছেলে বোমা তৈরির কারিগর রাসেল বিশ্বাসকে তার নিজ ঘরের খাটের উপর রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। মারাত্মক জখম রাসেলকে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। মণিরামপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা জানান, বোমার স্প্রিন্টারে ও বারুদে জলসে গিয়ে তার মুখমন্ডল ও পা-হাতসহ গোটা শরীর মারাত্মক জখম হয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরীতে ব্যবহৃত জালের কাটি, জর্দার কৌটা, বিষ্ফোরক জাতীয় পদার্থ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বোমা তৈরীর সময় অসাবধানতা বশতঃ একটি বোমার বিষ্ফোরন ঘটলে রাসেল মারাত্মক জখম হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।