ঢাকারবিবার , ২১ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর কলেজ জাতীয় করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

Tito
আগস্ট ২১, ২০১৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
ঐতিহ্যবাহী মণিরামপুর কলেজ জাতীয় করণের ঘোষনায় মণিরামপুর কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সর্বস্তরে মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে চলেছে। রোববার বিভিন্ন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া পর কলেজ ক্যাম্পাসে ছুটে আসেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ে অনুমোদিত ৬৪ কলেজের তালিকায় মণিরামপুর কলেজ স্থান পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিবৃতিদাতারা হলেন যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্য, প্রধানমন্ত্রীর সাবেক পিএস-১, সাবেক শিক্ষা সচিব, বর্তমান বাংলাদেশ বিমানের পরিচালক, জাতীয় মজুরী কমিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর মণিরামপুরের কৃতি সন্তান নজরুল ইসলাম খান (এনআই খান), কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. খান টিপু সুলতান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকীসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী জাতীয় করনে তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐতিহ্যবাহী মণিরামপুর কলেজ দীর্ঘ প্রায় চার যুগের বেশী সময় ধরে সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় জাতীয় করণের মাধ্যমে আজ তার সুফল পেতে চলেছে কলেজটি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।