ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণ দিলেন প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষক-কর্মচারীবৃন্দ

Tito
সেপ্টেম্বর ৭, ২০১৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরের বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ। তাদের সহায়তায় বুধবার উপজেলার শ্যামকুড় ও চালুয়াহাটী ইউনিয়নের বানভাসি মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জলাবদ্ধ সকল ইউনিয়নের প্রায় আড়াই হাজার দুর্গত পরিবারকে এসহায়তা প্রদান করা হবে। উপজেলা চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন লাভলুর উদ্যোগে উপজেলার বানভাসি মানুষের সহায়তায় স্বেচ্ছায় দেওয়া একদিনের বেতনের ৫ লাখ ৩৬ হাজার টাকায় উক্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে।ন বুধবার শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নাগোরঘোপ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, স্কাউটস সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ লিটন, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, শিক্ষক সমিতির নেতা আহম্মেদ শফি, মুনছুর আলী, গৌতম কুন্ডু, আব্দুল লতিফ, মাকছুদুর রহমান, রমা রানী মজুমদার প্রমূখ। এদিকে একই দিনে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে সাড়া দিয়ে একদিনের বেতন বন্যার্তদের সাহায্যার্থে দিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা কৃষি অফিসার শুসান্ত কুমার তরফদার বলেন, একটি মহতি উদ্যোগে একত্রিত হতে পেরে আমাদেরও ভালো লাগছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।