ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে সম্পৃক্ত করেই জলাবদ্ধ ভবদহ অঞ্চলে টিআরএম বাস্তবায়ন করা হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা

Tito
সেপ্টেম্বর ১১, ২০১৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সকল প্রকার সহায়তা প্রদানের জন্য সরকার প্রস্তুত রয়েছে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে টিআরএম বাস্তবায়ন করতে হবে। রবিবার ভবদহের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উচ্চ পর্যায়ের এক মতবিনিময় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা ছাদেক প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন। যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, স্থানীয় জনগণের সাথে আলোচনার মাধ্যমে টিআরএম বাস্তবায়নে করণীয় সকল বিষয় বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জলাবদ্ধ ভবদহের মানুষের কল্যানে টিআরএম বাস্তবায়ন করতে সরকার সকল প্রকার সহযোগীতা করবে তবে, সেটা অবশ্যই জনতার মতামতের ভিত্তিতে হতে হবে। বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের সম্পৃক্ততা ছাড়া সরকার কোন পদক্ষেপই গ্রহন করবে না। ভবদহ মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যে মধ্যে যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়ার সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুল হক, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিামাঞ্চলের প্রধান প্রকৌশলী কে, এম আনোয়ার হোসেন, তত্ত্ববধায়ক প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ভবদহ অঞ্চলের ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এসময় জলাবদ্ধ ভবদহের দ্রুত পানি নিষ্কাশন ও তার করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সূধীদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং বিস্তারিত আলোচন শেষে পার্শ্ববর্তী শ্রী-হরি নদীতে চলমান পলি নিষ্কাশন কাজ পরিদর্শন করেন। সরকারের গৃহীত পলি অপসারন প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে দ্রুত পানি নিষ্কাশিত হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। যশোর ও খুলনা জেলার মণিরামপুর, কেশবপুর, অভয়নগর, ফুলতলা, ও ডুমুরিয়া উপজেলার মধ্যবর্তী ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সরকার একের পর পদক্ষেপ গ্রহন করে আসছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে গৃহীত টিআরএম প্রকল্প বাস্তবায়নে অত্র এলাকার মানুষ একের পর এক বাঁধা সৃষ্টি করে আসছে। টিআরএম বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে ভবদহ অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতা নিরসনকল্পে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী টিআরএম এর জন্য নির্ধারিত বিলের ভূমি মালিকদের নিয়ে কর্মশালার মাধ্যমে উদ্ধুদ্ধ করতে এবং তাদের নায্য পাওনার বিষয়টি সহজিকরণ করতে সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।