ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপু‌রে বৃ‌ষ্টি বি‌ঘ্নিত সর্ববৃহৎ ঈ‌দের জামাত মান্দারতলায় অনু‌ষ্ঠিত : মুস‌লিম উম্মার শা‌ন্তি কামনায় দোয়া

Tito
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ৪:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ

বৃ‌ষ্টি বিঘ্ন প‌রি‌বে‌শের মধ্য‌দি‌য়েও শতস্ফূর্ত আনন্দ উৎসব মূখর প‌রি‌বেশ ও ধর্মীয় ভাবগাম্ভী‌র্যে ম‌ণিরামপুর উপ‌জেলার সব‌চে‌য়ে বড় ঈ‌দের জামায়াত পৌর এলাক‌ার জুড়ানপুর ওয়া‌র্ডের মান্দার তলায় অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এছাড়াও উপ‌জেলার প্রায় সব ক’‌টি ঈদগা‌হে মুস‌ল্লিগণ মুসলমান‌দের সব‌চে‌য়ে বড় ত্যাগ ও ম‌হিমার ঈদুল আযহার নামাজ আদায় ক‌রে‌ছেন। কোথাও বৃ‌ষ্টি‌তে ভি‌জে আবার কোথাও নির্ধা‌রিত সম‌য়ের কিছুটা প‌রে জামাত অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। নামাজ শে‌ষে দেশ, জাতি ও বিশ্ব মুস‌লিম উম্মার শা‌ন্তি কামনায় বি‌শেষ মোনাজাত ও দোয়া অনু‌ষ্ঠিত হয়। মান্দারতলা ঈদগাহে কয়েক’শ বছর যাবৎ আশেপাশের প্রায় ১৬টি গ্রামের কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করে আসছেন।এবারও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে ঈদের নামাজ আদায় করেন। কোথাও কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। গূরুত্বপূর্ণ ঈদগা‌হে পু‌লিশ মোতা‌য়েন করা ছি‌লো। নামাজ আদায় শে‌ষে আল্লাহর নৈকট্য লা‌ভের আশায় পশু কোরবানী‌তে ব্যস্ত হ‌য়ে প‌ড়েন উপ‌জেলার ধর্মপ্রাণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।