ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপু‌রের বানভা‌সি মানু‌ষের সা‌থে ঈ‌দের আনন্দ ভাগাভা‌গি কর‌তে ছু‌টে গে‌ছেন রাজ‌নৈ‌তিক ‌নেতৃবৃন্দ

Tito
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্র‌তি‌নি‌ধি ঃ
ম‌নিরামপু‌রের বানভা‌সি মানু‌ষের সা‌থে ঈ‌দের আনন্দ ভাগাভা‌গি কর‌তে তা‌দের মা‌ঝে কোরবা‌নির গোশত বিতরন ও তা‌দের খোঁজখবর নি‌তে ছু‌টে গে‌ছেন রাজ‌নৈ‌তিক ‌নেতৃবৃন্দ ও প্রশাস‌নিক কর্মকর্তাবৃন্দ। ঈদুল আযহার নামাজ শে‌ষে উপ‌জেলার শ্যামকুড় ও চালুয়াহাটী ইউ‌নিয়‌নের বানভা‌সি মানু‌ষের মা‌ঝে ছু‌টে যান উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আমজাদ হো‌সেন লাভলু ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান। এসময় শ্যামকুড় ইউ‌পি চেয়ারম্যান ম‌নিরুজ্জামান ম‌নি, চালুয়াহাটী ইউ‌পি চেয়ারম্যান আব্দুল হা‌মিদ সরদার, ওয়ালটন গ্রু‌পের কর্মকর্তা আলমগীর হো‌সেন, যুবলীগ নেতা আব্দুল ল‌তিফ প্রমূখ। এসময় রাস্তায় ও আশ্রয়‌কে‌ন্দ্রে অবস্থানরত বন্যা কব‌লিত প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ সামগ্রী ও কোরবা‌নির গোশত বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।