ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপু‌রে উৎসবমূখর ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় পূজা অনুষ্ঠিত

Tito
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বি‌শেষ প্রতিনিধি ঃ

বিশ্বকর্মা পূজা বাঙ্গালী হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারূঢ়। তাঁর আকৃতি অনেকটা কার্তিকের মতো। বিশ্বকর্মা বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলারও প্রকাশক। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। জনশ্রুতি আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। ম‌নিরামপু‌রে য‌থেষ্ট আনাড়ম্বর প‌রি‌বে‌শে পা‌লিত হ‌চ্ছে বিশ্বকর্মা পূজা। পৌর শহ‌রের আনন্দ সুপার মা‌র্কে‌টে অনু‌ষ্ঠিত সব‌চে‌য়ে বড় আ‌য়োজ‌নে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আমজাদ হো‌সেন লাভলু, পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহম‌ুদুল হাসান, কাউ‌ন্সিলর গোপাল ম‌ল্লিক, কাউ‌ন্সিলর আব্দুর রহমান, আ’লীগ নেতা শ‌হিদুল ইসলাম শাহীন প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।