ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার

admin
অক্টোবর ১৭, ২০১৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

1413470010.
হবিগঞ্জ : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৩টি মেশিনগান, মেশিনগানের ৪টি ব্যারেল, উচ্চ মাত্রার ফ্রিকোয়েন্সি সম্পন্ন ১টি রেডিও সেট এবং ৮টি ম্যাগজিন রয়েছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতছড়ি উদ্যানের চিত্রা বস্তির পূর্বদিকের একটি বাঁশ বাগানের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা থেকে চতুর্থ দফায় এই অভিযান শুরু হয়।জানা যায়, বাঁশ বাগানটির ভেতরের একটি গর্তে এসব অস্ত্র পাওয়া যায়। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এর আগে গত ৩ জুন সাতছড়িতে প্রথম দফায় ৭টি বাঙ্কার থেকে রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ৪টি ৭ দশমিক ৬ মিলিমিটার মেশিনগান, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, ১২ দশমিক ৭ মিলিমিটারের ১ হাজার ৩৭৬ রাউন্ড বুলেট, ৭ দশমিক ৬ মিলিমিটারের ১২ হাজার ৩০০ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ। পরদিন ৪ জুনও আরো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।৩১ আগস্ট সেখানে ফের অভিযানে নামে র‌্যাব সদস্যরা। ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আবার অস্ত্র ও গোরাবারুদ উদ্ধারে করা হয়।১৭ সেপ্টেম্বর র‌্যাব অভিযান চালিয়ে ত্রিপুরা পল্লীর অজিত দেব বর্মার বাড়ির পেছনে একটি গোয়াল ঘরের নিচ থেকে বাঙ্কার খনন করে ১৫ বস্তা অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১১২টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান বিধ্বংসী রকেট গোলা ও ৪৮টি চার্জার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।