ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবরের কারাদণ্ড :: গ্রেফতারি পরোয়ানা জারি

Tito
অক্টোবর ৩, ২০১৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ  মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মুজিবর রহমানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তাকে আটকাদেশ দিয়েছেন আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী উক্ত আদেশ জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর মাসে মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের রামপদ দাসের জমির একটি জামগাছ কেটে নেন একই এলাকার আব্দুল আজিজ মোল্লা ও তার লোকজন। গাছ কাটতে বাধা দিলে রামপদ দাস ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়। এ ব্যাপারে রামপদ দাস বাদী হয়ে ১৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত করে ২০১৬ সালের ৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। মামলার তিনটি ধার্যদিন অতিবাহিত হলে চেয়ারম্যান মুজিবর রহমান তদন্ত প্রতিবেদন না দেওয়ায় পরপর তিনটি তাগিদপত্র দেন বিচারক। ‘২০ জুন কেন তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না’ মর্মে স্বশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সময়ের আবেদন অথবা তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে বিচারক তার আদেশে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।