ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে এক ভুয়া সাংবাদিককে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে দিলো জনতা

Tito
অক্টোবর ৩১, ২০১৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বি‌শেষ প্র‌তি‌নি‌ধিঃ

ম‌নিরামপু‌রে সাংবা‌দিক প‌রিচয় দি‌য়ে চাঁদা দা‌বি করায় এফ এম মামুন ওর‌ফে মে‌হে‌দি হাসান ওর‌ফে সালমান চৌধুরী না‌মের এক প্রতারককে আটক ক‌রে পু‌লি‌শে দি‌য়ে‌ছে স্থানীয় জনতা। ‌সোমবার উপ‌জেলার ডুমুরখালী এলাকায় নি‌জে‌কে সাংবা‌দিক প‌রিচয় দি‌য়ে নিরীহ মানুষ‌কে স্থানীয় এক‌টি চাঞ্চল্যকর মামলায় আমামী করার ভয় দে‌খি‌য়ে অর্থ দা‌বি করে‌লে জনতা তা‌কে চ্যা‌লেঞ্জ ক‌রেন। এসময় সে নি‌জে‌কে বি‌ভিন্ন অখ্যত প‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে প‌রিচয় দেয় এবং একা‌ধিক প‌ত্রিকার আই‌ডি কার্ড প্রদর্শন ক‌রে। ওই একা‌ধিক কা‌র্ডে তার একা‌ধিক নাম দে‌খে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেয়। স্থানীয়রা জানান এর আ‌গেও সে একই পন্থায় ওই এলাকার সহজ সরল মানু‌ষের কাছ থে‌কে অর্থ হা‌তি‌য়ে নেয়। আটক মামুন পার্শবর্তী অভয়নগর উপ‌জেলার বাগদা গ্রা‌মের আ‌জিজুল গাজীর ছে‌লে। ম‌নিরামপুর থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, এব্যাপা‌রে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।