ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ব্যতিক্রমী ভিয়েতনামী নারিকেল পাড়ার উদ্বোধন : ৩ বছরে ধরবে তিন’শর অধিক

Tito
নভেম্বর ১০, ২০১৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুর কৃষি অধিদপ্তরের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভিয়োতনামী নারিকেল পাড়ার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কৃষি অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডিদাস কুন্ড ভিয়েতনামীজ নারিকেলের চারা গাছ রোপন মাধ্যমে উক্ত নারিকেল পাড়ার উদ্বোধন করেন। কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার পাঁচটি গ্রামে ভিয়েতনামী নারিকেলের চারা রোপনের মাধ্যমে নারিকেল পাড়া গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাত্র তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে একই সময়ে আড়াই থেকে সাড়ে তিন’শ ফলদানকারী উন্নত ও খাটো ওপেন প্লান্টেশন (ওপি) জাতের নারিকেল ভিয়েতনাম থেকে আমদানী করে চারা প্রস্তুত করা হয়েছে। যশোর হর্টিকালচার সেন্টারের মাধ্যমে উক্ত চারা উৎপাদন করে মণিরামপুরের বিভিন্ন এলাকায় রোপন করা হচ্ছে। এ নারিকেল চারা রোপনে কৃষকদের উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে শতাধিক কৃষকদের হর্টিকালচার সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ ও বিনামূল্যে নারিকেল চারা প্রদান করা হয়েছে। আগ্রহী যে কেউ নামমাত্র মূল্যে কৃষি অধিদপ্তরের মাধ্যমে উক্ত চারা ক্রয় করতে পারবেন বলে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে। এছড়াও এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাড়ে ছ’শ তাল ও খেজুরের চারা বিতরন করা হয়। পরে শস্য জাতীয় ফসল প্রদর্শণী চাষীদের মাঝে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত চক্রবর্তী, হর্টিকালচার যশোরের অতিরিক্ত পরিচালক বিনয়কৃষ্ণ সাহা, উপজেলা কৃষি অফিসার সুশান্ত তরফদার, খনাপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি অফিসার রুবিয়া, কৃষিতে স্বর্ণ পদকপ্রাপ্ত চাষী বিভা রানী বিশ্বাস প্রমূখ। মণিরামপুর উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার জানান, কম সময়ে বেশী নারিকেল উৎপাদনশীল জাতের চারা রোপনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় ভাবে ভিয়েতনামী নারিকেল পাড়া গড়ে তোলা হচ্ছে। আশা করি এর গন্ডি এ উপজেলার পাড়া বা গ্রাম ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। ভূমিকা রাখবে দেশের জাতীয় অর্থনীতিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।