ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দুই আরোহী গুরুতর আহত

Tito
নভেম্বর ১২, ২০১৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় মুরাদ হোসেন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় অপর দুই আরোহী গূরুতর আহত হয়। শনিবার পৌর শহরের মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন পৌর এলাকার কামালপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। আহত অপর দুই আরোহী হলেন একই গ্রামের রুবেল হোসেন ও হেলাল উদ্দীন। আহতদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাদের অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ওই তিন মোটরসাইকেল আরোহী কামালপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা সাতক্ষীরাগামী একে ট্রাভেলস পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মুরাদ ঘটনাস্থলেই নিহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।