ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই

admin
অক্টোবর ১৮, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর অফিস :
যশোরের মণিরামপুরে গতকাল দিগঙ্গা-কুচলিয়া হরিদাসকাটি হাই স্কুল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। হাজিরহাট সার্বজনিন পূজা কমিটির উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৬ টি ষাঁড় আট গ্র“পে বিভক্ত হয়ে লড়াইয়ে অংশ নেয়। নক-আউট পর্বের এ লড়াই দেখতে পার্শ্ববর্তী গ্রামসহ দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ সেখানে উপস্থিত হয়। সে কারনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সেখানকার পরিস্থিতি সামাল দিতে বেশ হিমশিম খেতে হয়েছে। সরেজমিনে দেখাযায়, উপস্থিত দর্শকের করতালিতে সেখানকার পরিবেশে যোগ হয় এক অন্যমাত্রা। লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফুলতলা উপজেলার ধুলগ্রামের হরমুজ আলীর বড়খুনি নামের ষাঁড়টি। অভয়নগর উপজেলার ধোপাখোলা গ্রামের এনায়েতের সাদা মানিক ষাঁড়টি দ্বিতীয় এবং মণিরামপুরের দিগঙ্গা গ্রামের অসীমের কালোপাহাড় নামের ষাঁড়টি তৃতীয় স্থান লাভ করে। মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খবীর আহমেদ ও হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিরহাট সার্বজনিন পূজা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাহুল রায়, প্রধান শিক মলয় কান্তি সরকার, যপবিস-২ এর পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, সুকৃতি রায়, ইউপি সদস্য প্রনব বিশ্বাস প্রমুখ। লড়াইয়ে চ্যাম্পিয়ন ষাঁড়ের মালিককে নগদ ১০ হাজার,দ্বিতীয় আট হজার ও তৃতীয় ষাঁড়ের মালিককে ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে।

১৮.১০.২০১৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।