ঢাকাসোমবার , ২১ নভেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভেজাল চা ও পলিথিন জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত : ২ ব্যবসায়ীর জরিমানা

Tito
নভেম্বর ২১, ২০১৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভেজাল চা ও পলিথিন জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান আদালত পরিচালনা করে ভেজাল চা রাখার দায়ে পৌর শহরের মেসার্স সুশান্ত ষ্টোরে প্রতিষ্ঠানটির মালিক সুশান্ত দাসের নিকট হতে তিন হাজার টাকা জরিমানা আদায় ও ৬ কেজি ভেজাল চা জব্দ করেন। অপরদিকে মেসার্স শ্যামা ভান্ডারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক পরিতোষ চক্রবর্তীর নিকট হতে দুই হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় দেড় মন পরিমান বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুঁড়িয়ে দেয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।