ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপুর উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প‌রিষ‌দের আহ্বায়ক পবন কুমার‌ বিশ্বাসকে মার‌পিট

Tito
ডিসেম্বর ৪, ২০১৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বি‌শেষ প্র‌তি‌নি‌ধি।।

ম‌নিরামপুর উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প‌রিষ‌দের আহ্বায়ক পবন কুমার‌ বিশ্বাস তপনকে মার‌পিট ক‌রে‌ছে দূর্বৃত্তরা। রোববার রা‌ত সা‌ড়ে আটটার দি‌কে দূর্বৃত্তরা তা‌কে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে রাস্তার উপর মার‌পিট ক‌রে আহত ক‌রে। এসময় তার চিৎকা‌রের আ‌শেপা‌শের লোকজন ছু‌টে এ‌সে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। তার নিকটাত্মীয়রা জানান, ঘটনার সময় তি‌নি ম‌নিরামপুর বাজার থেকে বা‌ড়ি‌তে আসার পরপরই বা‌ড়ির নিক‌টে রাস্তা থে‌কে তা‌কে কে বা কারা ডাক দেয়। তা‌দের ডা‌কে সাড়া দি‌তে রাস্তার উপর পৌঁছা‌নো মাত্রই তা‌কে বেধড়ক মার‌পিট ক‌রে আহত ক‌রে দূর্বৃত্তরা। কর্তাভজা (ভগমান) সম্প্রদা‌য়ের সদস্য আহত পবন কুমার বিশ্বাস তপন স্থানীয় এম‌পির আস্থাভাজন ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সদস্য। এব্যাপা‌রে মামলার প্রস্তু‌তি চল‌ছি‌লো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।