ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

দলের পুরাতন পোঁড় খাওয়া নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে-মনিরামপুরে পিযুষ ভট্টাচার্য্য

Tito
ডিসেম্বর ৫, ২০১৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান টিটো :
সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগের প্রতিটা কর্মীকে এগিয়ে আসতে হবে। ৭১’র পরাজিত শক্তিকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। দলের পুরাতন পোড় খাওয়া নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। জননেত্রী মণিরামপুরসহ দক্ষিণাঞ্চলবাসীকে যে সন্মানিত করেছেন, তার প্রতি কৃতজ্ঞতাবোধ বজায় রাখতে আপনাদেরকে আওয়ামীলীগের রাজনীতিতে অবিচল থাকতে হবে। দেশকে আগিয়ে নিতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য সোমবার মণিরামপুরে তাঁকে দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমি মণিরামপুরের মাটি-মানুষের সন্তান। এখানেই আমার পারিবারিক ও রাজনৈতির শিকড়, আজকের এই অনুষ্ঠানের মধ্যদিয়ে আমি আবারো এখানে সেই শিঁকড় গাড়লাম। বঙ্গবন্ধুর আর্শিবাদ নিয়ে আমি এই মাটি থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। আজ তারই কণ্যা আমাকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচন করে আপনাদেরকেই মূল্যায়ন করেছেন। মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উপ-কমিটির সহসম্পাদক ও জেলা যুগ্মসম্পাদক আব্দুল মজিদ, জেলা সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহামুদ হাসান বিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এম এম বাশার, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য আমজাদ হোসেন লাভলু, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা সদস্য জয়দেব নন্দী, জেলা সদস্য প্রভাষক ফারুখ হোসেন, সম্বর্ধিত অতিথির পতœী মনিকা ভট্টাচার্য্যসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ। দুপুরের পরপরই সম্বর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিল সহকারে হাজির হলে সেটি পুরো পৌরশহর জুড়ে একটি বিশাল জনসভায় রূপ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।