ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপুর পৌরসভার বার বার নির্বা‌চিত কাউ‌ন্সিলর বসু মোল্লা সড়ক দূর্ঘটনায় গূরুত্বর আহত

Tito
ডিসেম্বর ৭, ২০১৬ ৪:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

‌বি‌শেষ প্র‌তি‌নি‌ধি:

ম‌নিরামপুর পৌরসভার বিজয়রামপুর ওয়া‌র্ডের তিন‌তিন বার নির্বা‌চিত কাউ‌ন্সিলর, বি‌শিষ্ট ব্যবসায়ী ও বিএন‌পি নেতা বসু মোল্লা মঙ্গলবার রা‌তে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হ‌য়ে‌ছেন। আশংকজনক অবস্থায় তা‌কে রাজধানীর এক‌টি হাসাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দি‌কে তি‌নি ম‌নিরামপুর বাজা‌রের ব্যবসায়ীক কাজ সে‌রে চার্জার ভ্যানযো‌গে বা‌ড়ি যাওয়ার প‌থে পৌরশহ‌রের ফায়ার সা‌র্ভি‌সের সাম‌নে পৌঁ‌ছি‌লে পিছন‌দিক থে‌কে আসা এক‌টি প্রাই‌ভেট কার ভ্যান‌টি‌কে ধাক্কা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। এতে তি‌নি ভ্যান থে‌কে ছিট‌কে প‌ড়ে মাথায় মারাত্মক জখম প্রাপ্ত হন। স্থানীয় ফায়ার কর্মীরা তাৎক্ষ‌নিক তা‌কে উদ্ধার ক‌রে ম‌নিরামপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন। সেখা‌নে তার অবস্থার অবন‌তি হ‌লে চি‌কিৎসকরা য‌শোর মে‌ডি‌কেল ক‌লেজ হাসাপাতা‌লে প্রেরন ক‌রেন। মে‌ডি‌কেল ক‌লে‌জের চি‌কিৎসকরা রা‌তেই তার উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় প্রেরন ক‌রেন। তি‌নি এখন রাজধানীর নিউ‌রো সা‌য়েন্স হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। চি‌কিৎসকরা জানান, তি‌নি মাথার পিছ‌নে আঘাত প্রাপ্ত ও জখম হ‌য়ে‌ছেন, যেকার‌নে ৭২ ঘন্টা পার না হ‌লে আশংকা কাট‌ছে না। এ‌দি‌কে তার দ্রুত সুস্থতা কামনা করে সক‌লের কা‌ছে‌ দোয়া চে‌য়ে‌ছেন স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।