মনিরামপুর থানার এএসআই শামছু ও এক সাংবাদিকসহ ৪ জনের নামে আদালতে চাঁদাবাজি মামলা
আপডেট:
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
২৯৩
দেখেছেন
বিশেষ প্রতিবেদক॥মণিরামপুরে চাঁদার দাবিতে মারপিট, বাড়িঘর ভাংচুর এবং সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে এক পুলিশ কর্মকর্তা ও সংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার উপজেলার ঝাঁপা গ্রামের আব্দুল বারিক মোড়লের ছেলে মালয়েশিয়ার প্রবাসী আব্দুস সামাদ বাদী হয়ে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বিচারক মো. শাহিনুর রহমান এ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, মণিরামপুর থানার এএসআই শামসুর রহমান, হানুয়ার গ্রামের কলেজ পাড়ার ইরফান আলী গাজীর ছেলে জিএম বাবু, মল্লিকপুর গ্রামের ওমর আলীর ছেলে শরিফুল ইসলাম এবং চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম। মামলার বিবরণে জানা গেছে, বাদী আব্দুস সামাদের ছেলে তৌহিদুর রহমান মালয়েশিয়া প্রবাসী। সে কারণে আসামিরা বেশ কিছু দিন ধরে আব্দুস সামাদের কাছে ২ লাখ টাকা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় পরিবারের লোকজনদের খুন-জখমসহ নানা ধরনের হুমকি দেয়। এরপর গত ২৫ জানুয়ারি রাতে এএসআই শামসুর রহমান, জিএম বাবু, শরিফুল ইসলাম, রেজাউল করিমসহ অজ্ঞাতনামা আরো ৫ জন পুলিশ সদস্য তাদের বাড়িতে যায়। এসময় তাদের দাবিকৃত টাকা না পেয়ে আব্দুস সামাদকে আটক রেখে বাড়ির ঘর দরজা ভাংচুর চালায়। এছাড়া ওই সময় একটি সাদা কাগজে আব্দুস সামাদকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয়। পরিবারের লোকজনদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে খুন করার হুমকি দিয়ে চলে যায়।