ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাত্তন চিকিৎসকদের পুনর্মিলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

Tito
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাত্তন চিকিৎসকদের পুনর্মিলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলিপ কুমার রায়ের সার্বিক তত্ত্ববধানে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের শুভসুচনা করেন যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য স্বপন কুমার ভট্টাচার্য্য। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ রওশন আনোয়ার, সাবেক পরিচালক ডাঃ শেখ কেরামত আলী ও ডাঃ হেদায়েতুল ইসলাম, যশোরের সিভিল সার্জন ডাঃ গোপেন্দ্র নাথ আচার্য, সাবেক সিভিল সার্জন ডাঃ আতিকুর রহমান, খুলনা ৫’শ বেডের সাবেক তত্ত্ববধায়ক ডাঃ পরিতোষ কুমার কুন্ডু, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডাঃ কামরুজ্জামান বেনু, সহকারী অতিরিক্ত পরিচালক ডাঃ আবুল ফজল, সহকারী পরিচালক ডাঃ সঞ্জয় কুমার পাঠক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যশোর জেলা সভাপতি ডাঃ ইয়াকুব আলী মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ আবুল বাশার, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন, বিভাগী প্রশিক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম, সিনিয়ার কনসালটেন্ট ডাঃ অঞ্জলী রায়, জুনিয়ার কনসালটেন্ট রেবেকা সুলতানা, ডাঃ শরিফুজ্জামান, ডাঃ চন্দ্রশেখর কুন্ডু, ডাঃ অরূপ জ্যোতি ঘোষ, ডাঃ মাসুদ আলী, ডাঃ এমএ মাসুদ, ডাঃ মনজুর মুরশীদ, ডাঃ জিকে এম সামছুজ্জামান, ডাঃ সুফিয়া খাতুন, ডাঃ কৌশিক সরকার, প্রেসক্লাব মণিরামপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটো, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।