ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মামা-ভাগ্নে আটক

Tito
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:
মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মামা-ভাগ্নেকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার গাবুখালী ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো অভয়নগর উপজেলার বনগ্রামের শামছুর রহমান মোল্লার ছেলে নজরুল ইসলাম (৩৪) ও তার ভাগ্নে একই উপজেলার পঁচামাগুরা গ্রামের সবদেল গাজীর ছেলে বাবর আলী (২৪)। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে ওৎপেতে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এই ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।