ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে “মাদক, জঙ্গি প্রতিকার-বাংলাদেশ পুলিশের অঙ্গিকার” শ্লোগানে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Tito
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥
“মাদক, জঙ্গি প্রতিকার-বাংলাদেশ পুলিশের অঙ্গিাকার” এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় থানা পুলিশের আয়োজনে সোমবার পৌরশহরে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশাল র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরের সমাবেশ স্থলে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোরের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান পিপিএম বলেন, জেলা পুলিশের ১০০ দিনের মাদক বিরোধী কর্মসূচী বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। মাদক বিরোধী অভিযানে জেলা পুলিশ জিরো টলারেন্স প্রদর্শণ করবে। তিনি আরোও বলেন, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে জনসাধারনের সহযোগীতা এবং পুলিশকে পরামর্শ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এজন্যে জেলা পুলিশ কার্যালয়ে সর্বসাধারনের বক্তব্য প্রদানে গণশুণানীর ব্যবস্থা রয়েছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোরের সিনিয়ার সহকারী পুলিশ সুপার খ’সার্কেল জামাল আল নাসের, যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইমাউল হক, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী, উপজেলা পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সড়ক পুলিশিং ফোরামের সাধরন সম্পাদক বাবুল করিম বাবলু, সাবেক ছাত্রলীগ আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মণিরামপুর কলেজের প্রভাষক ফিরোজ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।