ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান

Tito
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেছেন, দেশের উন্নয়নে দরকার মেধাবী জাতি, মেধাবী জাতি গঠনে সবচেয়ে বেশী দরকার বিষ মুক্ত খাদ্যের নিশ্চয়তা। আর তাই বিষ মুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে সরকারের কৃষি বিভাগ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকালে উপজেলা চাঁদপুর মাঝিয়ালীতে কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের নানাবিধ সুবিধার কথা মাথায় রেখেই দেশ পরিচালনা করছে। শুধুমাত্র কৃষকের জন্যই সরকার দশ টাকার বিনিময়ে ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করেছে। সার, ডিজেল, বিদ্যুৎ সহ কৃষি পণ্য সহজলভ্য করেছে। সরকার কৃষকের সেবা দোর গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম জোরদার করেছে। কৃষি মন্ত্রনালয়ের দ্বিতীয় শস্য বহুমূখীকরণ প্রকল্পের আওতায় নির্মিত কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শুশান্ত কুমার তরফদার, আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ জম্মাদার, আব্দুল আলীম জিন্নাহ, আব্দুল মোমিন, ইব্রাহীম সরদার, সমীর কর হাবু, কাউন্সিলর আব্দুর রহমান, কাউন্সিলর আজীম হোসেন, মোজাম্মেল হক মেল, প্রধান শিক্ষক জামাল উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রদীপ বিশ্বাস, সাধন কুমার, ফরহাদ শরীফ, সঞ্জয় কুমার প্র

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।