বিশেষ প্রতিনিধিঃ
মনিরামপুরে দু:স্থ ও অসহায় বন্যায় ক্ষতিগ্রস্থ ছয়’শ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার উপজেলার পশ্চিমাঞ্চলীয় ঝাপা ও মশ্বিমনগর ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান উপলক্ষে রাজগঞ্জ বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টু, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য মশিয়ার রহমান প্রমূখ।