ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আলম সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Tito
মার্চ ১৫, ২০১৭ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:
মনিরামপুরের বীরমুক্তিযোদ্ধা আলম সরদার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। বাধ্যকজনিত কারণে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পরদিন বুধবার দুপুরে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিংকন মল্লিক রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। এসময় মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কওছার আলী ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাসছুল হক মন্টু উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলম সরদার উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স.ম আলাউদ্দীনের পিতা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।