বিশেষ প্রতিনিধি:
মনিরামপুরে প্রথমবারের মতো ডিজিটাল আধুনিক প্যানা প্রিন্টিং কারখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের উত্তরমাথায় রূপালী ব্যাংক সংলগ্ন আরিফ ডিজিটাল প্যানা প্রিন্টিং এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এসময় উপজেলা স্কাউটস সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ লিটন, অধ্যাপক হুসাইন নজরুল হক, প্রধান শিক্ষক জামাল উদ্দীন মুন্না, আরিফ আর্ট এন্ড ডিজিটাল প্যানা প্রিন্টিং এর স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনিরামপুরের প্রথম ও একমাত্র ডিজিটাল প্যানা প্রিন্টিং এর উদ্বোধনের মাধ্যমে প্রিন্টিং জগতে নতুন মাত্রা যুক্ত হলো। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।