বিশেষ প্রতিনিধি ॥
”শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে মণিরামপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উপজেলার ঝাঁপা, রোহিতা ও খেদাপাড়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ফেয়ার প্রাইজের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এসময় ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আনছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, আওয়ামীলীগ নেতা আকবার আলী, এরশাদ আলী, আব্দুল আলীম জিন্নাহ, সাধন কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।