বিশেষ প্রতিনিধি ॥
মণিরামপুরে অনাড়ম্বন পরিবেশে সকল দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১’শ তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও ৪৯টি দাখিল মাদ্রাসায় সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট কেবিনেটে প্রতিটি বিদ্যালয়ে প্রতিদ্বন্দিতার মধ্যে দিয়ে ৮ জন করে প্রার্থী নির্বাচিত হয়। উৎসব মূখর পরিবেশে মণিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পাতন জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, নেহালপুর স্কুল এন্ড কলেজ, কুয়াদা স্কুল এন্ড কলেজসহ সকল বিদ্যালয়ে শিক্ষার্থীরা ভোট প্রদান করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, মোট ৩১ হাজার ৪’শ ৭৮ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়।