ঢাকারবিবার , ২ এপ্রিল ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের জুড়ানপুর বালিকা বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ও লিডারশীপ ক্লাবের উদ্বোধন

Tito
এপ্রিল ২, ২০১৭ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি॥
মণিরামপুরের পাতন জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ও লিডারশীপ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। কানাডা, জার্মান ও আমেরিকার অর্থায়নে লিডারশীপ ইন ফ্রেন্ডলী এডুকেশন (লাইফ) সংস্থা কর্তৃক ব্যবস্থাপনায় পাইলট প্রকল্প হিসেবে উক্ত ক্লাব চালু করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান টিটোর সভাপতিত্বে রোববার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ক্লাবের উদ্বোধন করেন। মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবুল আক্তারের সঞ্চালনায় এবং লাইফ ও সোনারতরী সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাইফ সংস্থার সিইও মোহাম্মদ রিয়াল আহসান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্কাউটস’র সম্পাদক ফারুক আহমেদ লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিনা খাতুন, সোনারতরীর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, সাজিম উদ্দিন শেখ, রাতুল, মনিরা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য ক্লাবের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সুস্মিতা দাস ও উর্মি আক্তার।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।