ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে অর্থ আত্নসাতের অভিযোগে মাদরাসা সুপার বরখাসত্ম

admin
অক্টোবর ১৯, ২০১৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

Monirampur-P

মণিরামপুরে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে মাদরাসার অর্থ ও ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগে মাদরাসা সুপারকে বরখাসত্ম করা হয়েছে। উপজেলার ঝাঁপা বালিকা দাখিল মাদরাসা সুপার এ.এম.এম শাহাদৎ হোসেনকে ম্যানিজিং কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত সিদ্ধামত্ম গৃহীত হয়েছে বলে জানাগেছে।

জানাযায়, জামায়াত নেতা এ,এস,এম শাহাদৎ হোসেন ওই মাদরাসার সুপার পদে নিয়োগের পর থেকে তার বিরম্নদ্ধে অর্থ আত্নসাতসহ নানাবিধ অভিযোগ উঠতে থাকে। এরই ধারাবাহিকতায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব শেষে তার বিরম্নদ্ধে বিভিন্ন খাত থেকে ২১ হাজার ৪’শ ২০ টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া যায়। এছাড়া ২০১৩-১৪ অর্থ বছরের টিউশন বিলের টাকা সভাপতির স্বাক্ষর জাল করে সুপার উক্ত টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ। একই সাথে বিধি বর্হিভূতভাবে ওই মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী সাবিনা খাতুন, ৯ম শ্রেণীর ছাত্রী আশা খাতুন, মুসলিমা খাতুন, ১০ম শ্রেণীর ছাত্রী আয়শা খাতুন, হামিদা খাতুন ও নাদিরা খাতুনের উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্নসাৎ করেছেন বলে অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে গত ১২ অক্টোবর ওই মাদরাসার ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অভিযোগসমূহের সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাসেত্মর সিদ্ধামত্ম গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।