ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন অব্যহত রাখতে শেখ হাসিনার হাত শক্তিশালী করার বিকল্প নেই-টিপু সুলতান

Tito
এপ্রিল ২২, ২০১৭ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥
মণিরামপুরের সাবেক সংসদ সদস্য এড. খান টিপু সুলতান বলেছেন, “দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হতে চলেছে। আর এধারাকে অব্যহত রাখতে আবারো সকল ভেদাভেদ ভূলে আওয়ামীলীগকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।” শুক্রবার উপজেলার মশিয়াহাটী অক্ষয় ডিপ্লোমা ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক সমাবেশে উপস্থিত আওয়ামীলীগ নেতা-কর্মীদের তিনি একথা বলেন। সমাবেশের আগে তিনি কুলটিয়া ইউনিয়নের প্রয়াত আওয়ামীলীগ নেতা মহিতোষের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রয়াত শামছুর রহমানের কবর জিয়ারতসহ কয়েকজন প্রয়াত আওয়ামীলীগ নেতা-কর্মীর কবর জিয়ারত করেন। অধ্যক্ষ অরুন কুমার মন্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, কুলটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, হরিদাসকাটি ইউপির সাবেক চেয়ারম্যান নিরঞ্জন বিশ্বাস, কৃষকলীগ সভাপতি সুকৃতি বিশ্বাস, সাধারন সম্পাদক আবুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক দেবাশীস সরকার বাবু, সাবেক কাউন্সিলর আদম আলী, কৃষকলীগ নেতা মামুনুর রশিদ জুয়েল প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।