ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে শিশুর শ্লীলতাহানীর অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তির কারাদন্ড

Tito
জুন ৬, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥
মণিরামপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশুর শ্লীলতহানীর অভিযোগে এক ব্যাক্তির এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার চাকলা ব্রীজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
আদালত ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চাকলা গ্রামের দ্বিতীয় শ্রেণী পড়–য়া ছয় বছরের এক কণ্যা শিশু সোমবার পার্শবর্তী কলারোয়া উপজেলার শাকদা গ্রামের খালার বাড়ি থেকে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে চাকলা ব্রীজ পার হয়ে আসলে স্থানীয় হোটেল ব্যবসায়ী চাকলা গ্রামের মৃত কালু গাজী ছেলে নুর ইসলাম গাজী (৫২) তাকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হোটেলের পেছনে নিয়ে যায়। সেখানে নিয়ে ওই শিশুটির শ্লীলতাহানীর উদ্দেশ্যে কার্য সম্পাদন করে। এদিকে শিশুটির খালা তার মাকে ফোন করে শিশুটির বাড়ি যাওয়ার খবর দেয়। কিন্তু বাড়িতে আসার সময় অতিক্রান্ত হওয়ায় তার মা ব্রীজের নিকটে এগিয়ে যায়। একপর্যায়ে হোটেলের নিকটে পৌছুলে শিশুটির কান্না চিৎকার শুনতে পেয়ে ভিতরে ঢুকলে লম্পট নুর ইসলাম তার উপর চড়াও হয়। এঘটনার পরদিন মঙ্গলবার শিশুটির মা বাদি হয়ে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল মন্ডল ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নুর ইসলামকে আটক করে আদালত পরিচালনা করেন। ভিকটীমের জবানবন্দি ও স্থানীয় স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ওই লম্পটকে এক বছরের বিনাশ্রম কারদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন। স্থানীয়রা জানান, লম্পট নুর ইসলামের বিরুদ্ধে এলাকার কণ্যা শিশুদের উত্যক্ত করার একাধিক অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল মন্ডল জানান, শিশুটির শ্লীলতাহানীর উদ্দেশ্যে কার্য সম্পাদন করার সুস্পষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় দ:বি: ৫০৯ ধারায় তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।