ঢাকাশুক্রবার , ৯ জুন ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চলন্ত বাস পিষে দিলো কলেজ ছাত্রীকে : সড়ক অবরোধ

Tito
জুন ৯, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
মণিরামপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তানজিম সুলতানা কুমু (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর মোলাম মিয়ার বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুমু মণিরামপুর শহরের মোহনপুর এলাকার ব্যবসায়ী কামরুল হুদা মুকুলের মেয়ে। তিনি যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আহত সবুজ যশোরের মুড়লী এলাকার নূর মোহম্মদের ছেলে। যশোর সিটি কলেজপাড়ায় তার দোকান রয়েছে। তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মণিরামপুর উপজেলা পরিষদ গেটে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কটিতে যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, কুমু সরকারি এমএম কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। সম্প্রতি তার অনার্স (প্রথম বর্ষের) পরীক্ষা শেষ হয়। শুক্রবার সকালে ফুফাতো ভাই সবুজের মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে মণিরামপুরের মোলাম মিয়ার বটতলায় সাতক্ষীরাগামী দ্রতগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়েন কুমু। বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে কুমুর মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সবুজ। স্থানীয়রা সবুজকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন।
মনিরুজ্জামান টিটো
মণিরামপুর, যশোর।
মোবা:০১৭১৬৮৩৩৪৩৪
তাং-০৯/০৬/২০১৭ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।