বিশেষ প্রতিনিধি ॥
মণিরামপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান’১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রোববার পাতন-জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান টিটোৱ সভাপতিত্বে অনুষ্ঠানে মুল প্রবন্দ্ব উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন নাহিদ, প্রধান শিক্ষক ভগিরথ মোড়ল, উপ-সহকারী কৃষি অফিসার চৈতন্য কুমার দাস, প্রদীপ কুমার বিশ্বাস, সাধন কুমার, ফরহাদ শরীফ, আসাদুজ্জামান প্রমূখ। উল্লেখ্য, ইদুৱ নিধনে বিগত বছৱে মনিৱামপুৱ উপজেলা এবং উপ-সহকাৱী কৃষি অফিসাৱ ফৱহাদ শৱীফ অঞ্চলিক ১ম হওয়াৱ গৌৱব ছিনিয়ে এনেছে।