1. admin@manirampurprotidin.com : admin :
  2. hnurul146@gmail.com : nurul :
  3. titonews24@gmail.com : Tito :
শিরোনাম :
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল সাধারণ সভা অনুিষ্ঠত : অভিষেকের প্রস্তুতি হাইকোর্টের নির্দেশে কেশবপুরে অবৈধ “রোমান ব্রিকস” ভেঙ্গে দিল প্রশাসন মাদ্রিদে হবিগঞ্জবাসীর মিলন মেলায় মুখরিত লাভপিয়েছ মণিরামপুরের জুড়ানপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষরে বাঁধা মালিতে জাতিসংঘ শান্তিপদক পেলেন বাংলাদেশের ১৩৯ জন শান্তিরক্ষী কেশবপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মণিরামপুরে সাংবাদিক পুত্র মাহির গোল্ডেন জিপিএ-৫ লাভ মণিরামপুরে ইকবালকে কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ : রোহিতার আহ্বায়ক বহিষ্কার মণিরামপুরে ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন মণিরামপুরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর হাতে পঁচন ।। আদালতে মামলা

ভারত দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ অবদান রাখছে-মণিরামপুরে ভারতীয় হাই কমিশনার

  • আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮৬ দেখেছেন

মনিরুজ্জামান টিটো ॥
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, মংলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ করতেও ভারত সরকার প্রস্তুত রয়েছে। এছাড়াও মংলা বন্দরের সাথে দেশের অন্যান্য এলাকার রেল লাইন সংযোগে নেই। সেই সংযোগ নির্মাণে ভারত সরকার ৩৫ কোটি ডলার ব্যয়ের প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি খুলনা-কলকাতার মধ্যে বিরতিহীন বন্ধন এক্সপ্রেস নামের ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। ৫২ বছর পর এটি তদানীন্তন বরিশাল এক্সপ্রেসের জায়গায় স্থান পেয়েছে। প্রথম ট্রেনে কলকাতায় যাবার সময় আমি ট্রেনের ভিতরে মানুষের সাথে কথা বলেছিলাম। এতদিন পরে কলকাতার সাথে পুনরায় সংযুক্ত হতে পেরে আমি তাদের আবেগ আপ্লুত হতে দেখেছি। আমরা খুলনায় একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছি, যাতে এই এলাকার যুব সমাজকে ভাল কাজের জন্য প্রস্তুত করা যায়।
তিনি আরোও বলেন, ভারত সরকার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ অবদান রাখছে। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলার মশিয়াহাটি ডিগ্রি কলেজ মাঠে সপ্তাহব্যাপী ৫১ খন্ড কালীপূঁজার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাই কমিশনার বলেন, গত বছরে যশোরে একটা নতুন ভিসা কেন্দ্র খোলার পর আমরা খুলনা ও যশোরে দুই হাজারের বেশি পার্সপোর্টে ভিসা ইস্যু করছি। ভিসা সার্ভিসকে বেগবান করতে খুলনায় একটি ভারতীয় হাই কমিশন অফিস চালু করতে যাচ্ছে ভারত সরকার। এছাড়াও নিউ খালিশপুর গার্লস স্কুল কমপ্লেক্স নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নে আমরা খুলনা সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি। বাগেরহাট জেলায় ১৩৫০ মেগাওয়াট রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কাজ অনেকদূর এগিয়েছে। এটি চালু হলে আপনাদের বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে।
তিনি আরও বলেন, যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদনের সাহিত্যকৃতির কথা শুনে আমি মুগ্ধ হয়েছি।
বৃহস্পতিবার মশিয়াহাটি আঞ্চলিক যুব সংঘ আয়োজিত ৫১ খন্ড কালী পূঁজার সমাপনী অনুষ্ঠানের ফাল্গুন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও যশোর রামকৃঞ্চ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশনান্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর-সদর) জামাল আল নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে মশিয়াহাটি বাবা বৌদ্ধনাথতলা মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে ১৭ লাখ টাকা এবং কোনাখোলা ও চাঁন্দারডাঙ্গা মহাশ্মশানের মন্দির কমপ্লেক্সের জন্য ৬ ল ৮৫ হাজার টাকার চেক প্রদান করেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। এছাড়াও তিনি চান্দারডাঙ্গা মহাশ্মশানের সীমানা প্রাচীরের নির্মান কাজের উদ্বোধন করেন।


এ খবর টি সোস্যাল মিডিয়াতে এ পোষ্ট করুন

এ জাতীয় আরও খবর




© All rights reserved © 2013-2022