ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গণিত শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

Tito
ডিসেম্বর ২৩, ২০১৭ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
মণিরামপুরে গণিত শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে দি ম্যাথ রিসার্স ফাউন্ডেশনের উদ্য্যেগে এবং মণিরামপুর গণিত শিক্ষক সমিতির আয়োজনে দিনব্যপাী এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় গণিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। এতে বক্তব্য দেন পরমানু বিজ্ঞানী ও বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. এম শসছের আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষা সচিব মো: নজরুল ইসলাম খান, বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. জহুরুল ইসলাম, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও গবেষক ড. খায়রুল বাশার, মোহাম্মদপুর কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অ্যধ্যাপক ড. হুমায়ুন কবীর, স্থানীয় উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু প্রমূখ। কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ২৫০ জন গণিত শিক্ষক অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।