বিশেষ প্রতিনিধি:
“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” এই শ্লোগানকে সামনে রেখে ও গ্রাম পর্যায়ে ক্রীড়াকে সমৃদ্ধ করার লক্ষ্যে নিসু ফাউন্ডেশন ক্রিকেট ক্লাব এর আত্মপ্রকাশ উপলক্ষ্যে স্থানীয় যুবক, তরুণ ও কিশোরদের নিয়ে মণিরামপুরের খানপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা হল রুমে ১৫ ডিসেম্বর শনিবার বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অন্যতম উদ্যোক্তা সদস্য মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিসু ফাউন্ডেশন ও গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস. এম. হাফিজুর রহমান। আরো বক্তব্য প্রদান করেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ টুটুল হোসেন মোঃ নূরুজ্জামান, মাওলানা আয়ুব হোসেন প্রমুখ। উপস্থাপনা করেন নিসু ফাউন্ডেশনের সদস্য জি.এম. বোরহান উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ক্রীড়াকে এগিয়ে নিয়ে মাদককে চির তরে বিদায় জানাতে হবে আমাদের দেশ থেকে।