ঢাকামঙ্গলবার , ১৫ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরনে শিশু ও নারীসহ ৪ জন আহত

Tito
জানুয়ারি ১৫, ২০১৯ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরে বোমা বিস্ফোরনে দুই শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ঝাঁপা গ্রামের লাল্টু হোসেনের বাড়ির পাশে রাখা বালুর স্তুপের ওপর খেলা করছিল শিশু ফাতেমা ও অনিক। এ সময় তারা একটি প্যাকেট পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আনার পর প্যাকেট খুলতে গেলে প্যাকেটের মধ্যে থাকা বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ৪ জন আহত হয়। আহতরা হলো, উপজেলার ঝাঁপা গ্রামের লাল্টু হোসেনের স্ত্রী লাবনী বেগম (২২), মেয়ে ফাতেমা খাতুন(৭) এবং উপজেলার জয়পুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী দিলারা বেগম (২৩) ও ছেলে অনিক হোসেন (৪)। দিলারা বেগম তার ছেলে অনিককে নিয়ে ঝাঁপা গ্রামে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিল। আহতদেরকে রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।