ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স হামলার ঘটনায় ১১ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামা ৪০জনকে আসামী করে মামলা

admin
অক্টোবর ২৪, ২০১৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

1609932_336764473163761_6818459155517475769_n

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স দুর্বৃত্তদের হামলার ঘটনায় ১১জনের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামায় আরও ৪০জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের সকলেই পৌর এলাকার কামালপুর গ্রামের বাসিন্দা। মামলার আসামীদের মধ্যে পুলিশ ৫ জনের নাম সাংবাদিকদের জানিয়েছেন। তদমেত্মর স্বার্থে বাকীদের নাম গোপন রাখা হয়েছে। আসামীরা হলোঃ নিহতের ভাই আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, চাচাতো ভাই ভুট্টো এবং ওই গ্রামের বাবু ও মকবুল হোসেন। হামলায় আহত স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসক নাজিম উদ্দিন বাদী হয়ে ঘটনার রাতে এ মামলা দায়ের করেন। ঘটনার রাতে আক্তার নামের ১জন ছাড়া জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। উলেস্নখ্য, হাসপাতালের পার্শববর্তী গ্রামের তোয়াক্কেল(৩২) নামের এক যুবক বৃহস্পতিবার বিকালে বুকে ব্যাথা অনুভব করলে তার স্বজনরা স্থানীয় স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। ওই সময় জরম্নরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা প্রদান করে। কিন্তু কিছুÿন পর তোয়াক্কেল মারা যায়। এরপর লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা হাসপাতালের জরম্নরী বিভাগের হামলা চালায়। এ সময় তাদের হামলায় জরম্নরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেহেনেওয়াজ ও নাজিম উদ্দীন এবং কর্মচারী ইব্রাহিম খলিল গুরম্নত্বর জখম হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।