বিশেষ প্রতিনিধি ॥
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ খুশি, এ আনন্দ সবার সাথে ভাগ করে নিতে এবারের ঈদের পোশাক ও অন্যান্য সামগ্রী কেনার টাকা বাঁচিয়ে গরীবদের মাঝে সেমাই-চিনি বিতরন করলেন শিক্ষার্থী সানজিদা জেরিন টুকটুকি। মণিরামপুর উপজেলার মাঝিয়ালী গ্রামের নজরুল ইসলামের কণ্যা সানজিদা জেরিন ছোট বেলা থেকেই স্বজনদের দেওয়া উপঢৌকনের টাকা বাঁচিয়ে অসহায়, গরীব, দুখী মানুষের জন্য কিছু করার চেষ্টা করে আসছে। এবারও ঈদে নিজের নতুন পোশাকের খায়েশটা গরীবদের সাথে শেয়ার করতে ছুটে যান তিনি। উপজেলার শ্যামকুড়, হরিহরনগর ও খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এর আগেও জেরিন গরীব পরিবারের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেছেন। এবারের ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি ও মসলা। সমাজের অবহেলিত, গরীব-অসহায় মানুষের জন্য কিছু করতে যে জনপ্রতিনিধি হওয়া লাগেনা, টুকটুকি তার জ্বলন্ত দৃষ্টান্ত। অনার্সে অধ্যায়নরত মণিরামপুরের সর্বজন স্নেহের সানজিদা জেরিন টুকটুকি জানান, আমরা সবাই যদি মন থেকে একটু খানি এগিয়ে আসি, বিশেষ করে সমাজের বিত্তবান মানুষগুলো, তাহলে সবার ঈদ খুশিতে পরিপূর্ণ হয়ে ওঠে। আগামীতেও তিনি যেন এসকল মানবিক কার্য্যক্রম অব্যহত রাখতে পারে তার জন্য সকলের কাজে দোয়া চেয়েছেন।