ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গুজবে কান নয়, কাউকে সন্দেহ হলে স্থানীয় পুলিশকে খবর দিন – সিনিয়ার এএসপি সোহাগ

Tito
জুলাই ৩১, ২০১৯ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি॥
পুলিশের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে থানা ও পুলিশ ফাঁড়ি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পাইকগাছা থানার গূরুত্বপূর্ণ বানিজ্যিক শহর কপিলমুনীর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন খুলনা জেলা পুলিশের সিনিয়ার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সোহাগ। বুধবার কপিলমুনী ফাঁড়ি পরিদর্ষণকালে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান আরোও জোরদার করার নির্দেশ দেন। এসময় তিনি গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে, কাউকে এলাকায় অপরিচিত বা সন্দেহ হলে স্থানীয় পুলিশকে সংবাদ দেওয়ার বিষয়ে এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন করার উপর গূরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে উপস্থিত পুলিশ সদস্যদের সজাগ ও প্রচারণামূলক কার্য্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দেন। তিনি বলেন, গুজবে কান না দিয়ে পুলিশকে খবর দেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। গুজব সৃষ্টিকারীরা দেশ ও জনগণের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধ পরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।